NEW কবিতা : জনগনের দাবী by মো : হেদায়েতুল ইসলাম <*> মহামান্য রাষ্ট্রপতি স্মরণে by ঐশ্বর্য চৌধুরী <*> কেউতো খোঁজ নিলে না by রুম্মান NEW ছোট গল্প : গুন্ডা হু 'তো এছা বাংলা সাহিত্যের তাজমহলে আপনাকে স্বাগতম। Bangladesh,United States,India,Pakistan,Germany,Russia,South ,Korea,Ukraine,Japan,Qatar,Brazil,Malaysia সহ বিশ্বের প্রায় ৫৫ টি দেশে আমাদের সাইট টি Visit হচ্ছে। আমাদের নিয়মিত লেখকদের পাশাপাশি আপনার লেখা কবিতা বা গল্পটিও পাঠিয়ে আপনার লেখাটি ছড়িয়ে দিতে পারেন বিশ্বের প্রতিটা প্রান্তরে। আমাদের কাছে আপনাদের লেখা পাঠাতে এখনি ইমেইল করুন,আমাদের কাছে ইমেইল করার ঠিকানা ,Email :bdpoems.info@gmail.com.

Voillo Solution Ltd.

Wednesday, March 13, 2013

গুন্ডা হু 'তো এছা (Part 02)




                                       ফরিদুল ইসলাম রুম্মান 


[ দৃশ্য : ০২ ]
গুন্ডা -০১ : আপনার ছেলেকে ধরে এনেছি
আর আপনার মেয়েকে ,
আমার চাওয়া পূরণ না হলে
গুন্ডা হু 'তো এছা 
হারাতে হবে তাদেরকে ।
ফোন-০১ : কত টাকা চাই আপনার
   আসতে হবে কোথায় ?
ফোন-০২ : তবু মেয়েকে ছেড়ে দিন
   লাগে আপনার দোহায় ।
গুন্ডা ০১ : আপনি আনবেন দুই লক্ষ
  আর আপনি তিন ,
  কোন রকম ঝামেলা করবেন না
  সময় ০১ দিন ।

[ পরের দিন ।]
ছেলের বাবা : এই নিন আমার দুই লক্ষ
মেয়ের বাবা : এই আমার তিন,
তবুও কোন ক্ষতি না করে
ওদের ছেড়ে দিন ।
গুন্ডা : ( শৈবাল কে ) সত্যিই কি বিয়ে করবি ওকে ?
নাকি সবই মিছে ?
সত্য কথা না বললে
লাথি মার পিছে ।
শৈবাল : আগে তো প্রেম টা করি
বিয়ে করব পরে ,
এখন বিয়ে করলে যদি
জায়গা না পাই ঘরে ?
গুন্ডা : বিয়ের পর কি হবে
তা নিয়ে ভাবিস পরে ,
আগে তো এখান থেকে
ফিরে যাবি ঘরে ।
শৈবাল : ঠিক আছে রাজি আমি
কি করতে হবে বলুন
তবুও আপনি অতি দ্রুত
এখান থেকে ছাড়ুন ।
গুন্ডা ( কুয়াশাকে ) : ছেলে রাজি বিয়ে করতে
তোর মতামত কি ,
কুয়াশা : ছেলের সাহসে মুগ্ধ আমি
তাই…. আমিও রাজি ।
ছেলের বাবা : কি বলছিস তোরা এসব
মেয়ের বাবা : পাগল হলি নাকি ?
গুন্ডা : ছেলে মেয়ে তো দু জনই রাজি
আপনাদের প্রবলেম কি ?
তুই যা কাজি কে আনতে ,
তুই নিয়ে আয় মিষ্টি,
দেখিস যেন তোদের উপর
পরেনা পুলিশের দৃষ্টি ।

                                   গুন্ডা হু 'তো এছা (Part 03)

No comments:

Post a Comment

Please Comment us . Your comment is always important to us.

robi 2